ফ্যাক্ট চেক : বিক্ষোভের সেই ভিডিওটি ২০১৩ সালের

জাতীয়

 

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের একটি বিক্ষোভ  ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ভিডিও ছড়ানো হচ্ছে। বলা হচ্ছিল ভিডিওটি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে বাংলাদেশের বিক্ষোভের ভিডিও। তবে  রয়টার্সের ফ্যাক্ট চেক বলছে, ভিডিওটি আসলে ২০১৩ সালের।  ভিডিওটিতে বিক্ষোভকারীদের জ্বালাও-পোড়াওয়ের দৃশ্যের পাশাপাশি পুলিশকে টিয়ার গ্যাস ছুড়তেও দেখা যায়।

টুইটারে ‘ওয়াল স্ট্রিট সিলভার’ নামে অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এর সঙ্গে ক্যাপশনে বাংলাদেশের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে লেখা হয়- বাংলাদেশ…. কয়েকটি শহরে বিক্ষোভ ও তীব্র সংঘর্ষ হয়েছে। একই ধরনের ক্যাপশনে পোস্ট ছড়ানো হয় ফেসবুকেও।

৬ আগস্ট বাংলাদেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর কিছু বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে। তবে এসব পোস্টে যে ভিডিও জুড়ে দেওয়া হয়েছে রয়টার্সের ফ্যাক্ট চেক বলছে তা পুরোনো, ২০১৩ সালের।

যে ভিডিওটি ছড়ানো হয়েছে সেটি আসলে ২০১৩ সালের হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘাতের একটি ভিডিও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *