বক্তব্য দিচ্ছেন চেয়ারম্যান, মঞ্চে ঘুমাচ্ছেন বিএনপি নেতা শামীম

সিলেট

মঞ্চে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর সেই মঞ্চে ঘুমাচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। অবশ্য ঘুমানোর আগে বক্তব্য দিয়েছেন তিনি।

শনিবার (১০ সেপ্টেম্বর) সিলেট নগরীর রেজিস্টারি মাঠে আয়োজিত জেলা যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলন এ ঘটনা ঘটে।

মঞ্চস্থলে রাখা বড় তিনটি স্ক্রিনে দেখা যাচ্ছিল, মঞ্চে যখন ভার্চুয়ালি কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তখন মঞ্চে সামনে চেয়ারে বসেই ঘুমাচ্ছিলেন আবুল কাহের শামীম। বেশ কয়েক মিনিট ধরে চলছিল এ দৃশ্য। এ নিয়ে অনুষ্ঠানস্থলে নেতাকর্মীদের মধ্যে কানাঘুষা শুরু হয়।

ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, ড. এনামুল হক, বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী,সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তার বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান।

এর শনিবার সকালে সম্মেলনের শুরুতে সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলুর সভাপত্বিতে যুবদলের বর্তমান কমিটির সদস্য সচিব মকসুদ আহমদ, সিনিয়র সদস্য লিটন আহমদ ও নেছার আহমদ যৌথ পরিচালনায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

এসময় দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-দপ্তর সম্পাদক আজিজুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *