স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের আয়োজনে খতমে কোরআন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ই আগষ্ট) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের নিজ কার্যালয়ে উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী।
এসময় রাঙামাটি জেলা ইমাম সমিতি সভাপতি ক্বারী মুহাম্মদ ওসমান গনী চৌধুরী, রাঙামাটি সদর ফিল্ড সুপারভাইজার মোঃ জয়নাল আবেদীন, বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আসহাদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম, খতিবসহ শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আদর্শের নাম। তিনি শুধু বাংলাদেশকে স্বাধীনতাই এনে দেননি। ইসলামের প্রচার প্রসারেও রেখেছেন অনবদ্য অবদান।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার স্বপরিবারে নিহত সদস্যদের আত্মার মাগফেরাত, মুসলিম উম্মাহ, দেশ ও জাতির জন্য শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও খতমে কোরআন অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন