বঙ্গবন্ধু টি ২০ প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

খেলাধুলা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় দলের তারকা উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার বল হাতে ৩ উইকেটের পাশাপাশি ৩৫ বলে ৮২ রানের একটি হারিকেন ইনিংস খেলে কুলাউড়ার মাঠ মাতিয়েছেন। এই ইনিংস খেলে তিনি স্বেচ্ছায় প্যাভিলিয়নে ফেরৎ যান।

১৯ ফেব্রুয়ারি সোমবার ছিলো কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও কুলাউড়া স্পোর্টস অর্গানাইজার্স যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু টি ২০ প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। সে খেলায় সৌম্য সরকার কুলাউড়ার মৌসুমী যুব সংঘের হয়ে ওপেন করতে মাঠে নামেন। প্রতিপক্ষ সোনার বাংলা যুব সংঘের দেয়া ১৬৮ রানের জয়ের টার্গেটে নেমে সৌম্য সরকারের ৩৫ বলে (৮টি ৬ এবং ৪টি ৪ এর সাহায্যে) অপরাজিত ৮২ রান এবং লোকাল ব্যাটার সুমন মালাকারের ৩৮ বলে ৭৫ রানের উপর ভর করে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় মৌসুমী যুব সংঘ। অলরাউন্ডিং নৈপূন্যের কারণে সৌম্য সরকার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হন সোনার বাংলা যুব সংঘের খেলোয়াড় মাহফুজুর রহমান সাকি।

খেলা শেষে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল চারটায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক, জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, কুলাউড়া স্পোর্টস অর্গানাইজার্সের আলতাফ হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গৌরা দে, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, শিক্ষক আব্দুছ ছালাম প্রমূখ।

উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৪০ টি দল অংশ নেয়

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *