বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলায় হাইডং

জাতীয়

 

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী ‘এম ভি হাইডং-৯ জাহাজ। রবিবার (৫ মার্চ) দুপুর ১২ টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি। এই জাহাজে সেতুর ১৫৫৬ মেট্রিকটন স্টীল স্ট্রাকচার (মেশিনারি কাঠামো) আনা হয়েছে। মোংলা কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়।

বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্টস্টীমশিপের খুলনার ব্যবস্থাপক মোঃ ওহিদুজ্জামান বলেন, গত দুই সপ্তাহ আগে ভিয়েতনাম থেকে ১৭১ প্যাকেজের এক হাজার ৫৫৬ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি ছেড়ে আসে। তাদের কোম্পানির এটি নবম চালান। এখন সেগুলো খালাস চলছে।

দুইদিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে নৌ পথে এসব পণ্য সিরাজগঞ্জে নির্মানাধীন বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি এই রেলসেতুর তিন হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিকটন স্টীল পাইপ নিয়ে মোংলায় আসে পানামা পতাকাবাহী এম ভি জুপিটার জাহাজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *