সপ্তাহে সাত দিন। এই সাত দিনের মধ্যে জুম্মার দিন হলো সর্বশ্রেষ্ঠ। শুক্রবার হচ্ছে মুসলিমদের জন্য একটি পবিত্র দিন। জুম্মার দিনের অসংখ্য ফজিলত রয়েছে।
আজ ২০২২ সালের ডিসেম্বরের ৩০ তারিখ। অর্থাৎ চলতি বছর শেষ হতে আর মাত্র একদিন। তার আগের এই শেষ দিনেই পবিত্র জুম্মা মোবারক। বছরের শেষ সপ্তাহের জুম্মা শেষ হচ্ছে জুম্মা। এটি মুসলিম জাতির কাছে একটি আনন্দের বিষয়।
বছরের শেষ জুম্মা হওয়াতে শুক্রবার (৩০ডিসেম্বর) সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে ছিলো কানায় কানায় পরিপূর্ণ।
পবিত্র জুম্মার নামাজ ও দোয়া পরিচালনা করেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী।
নামাজ শেষে দোয়া মুসল্লিরা বছরের সকল গুনাহ জন্য আল্লাহ কাছে ক্ষমা চেয়ে আহাজারি করতে থাকেন।সকলের মুখে ছিল আল্লাহ আমাদের ক্ষমা করে দাও।কান্নায় ভেঙে পড়েন আহাজারিতে।
আগামী বছর যাতে ভালো হয় এবং সমস্ত বিপদ-আপদ থেকে আল্লাহ সবাইকে রক্ষা করেন ও পাপাচার থেকে বিরত রাখতে প্রার্থনা৷ করেন।
শেয়ার করুন