বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, টেস্টি ট্রিট নামক ফাস্ট ফুডের দোকান ভাংচুর, দুই হিন্দু তরুণ ও দুই মুসলিম তরুণীর উপর হামলার অভিযোগে বুধবার রাতে পুলিশ কথিত সংগঠন ‘প্রটেক্ট আওয়ার সিস্টার্স’-এর ৩ সদস্যকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।এরা হচ্ছে, উপজেলার মুছেগুলের আহমদ মোস্তফা তোফায়েল (১৯), দোহালিয়ার মো. শফিকুল ইসলাম আদিল (৩০) ও বড়থল গ্রামের নাইম আহমদ।
প্রত্যক্ষদর্শী ও বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাত দশটার দিকে জনৈক বিলাস দাস ও প্রশান্ত পাল নামক দুই হিন্দু যুবক তাদের পরিচিত দুই মুসলিম তরুণীকে নিয়ে বড়লেখা পৌরশহরের টেস্টি ট্রিট ফাস্ট ফুডের দোকানে যায়। সেখানে তারা গল্পগুজব ও নাস্তা করছিল। এসময় প্রটেক্ট আওয়ার সিস্টার্স নামক একটি কথিত সংগঠনের সদস্য পরিচয়ে ৩/৪ জন যুবক সেখানে গিয়ে হিন্দু দুই যুবককে ইসকন সদস্য দাবি করে এবং অভিযোগ তোলে তারা মুসলিম মেয়েদেরকে বিভিন্ন প্রলোভনে অসামাজিকতায় উদ্বুদ্ধ ও নৈতিক অধঃপতনের দিকে নিচ্ছে। পরে কথিত সংগঠনের আরো কয়েকজন সদস্য জড়ো হয়ে নানা আপত্তিকর মন্তব্য ও ভিডিও ধারণ ও তরুণ-তরুণীদের টানা-হেঁচড়া করে আটক এবং ফাস্ট ফুডের দোকানে ভাংচুর চালায়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভিকটিমদের উদ্ধার এবং অভিযুক্ত কথিত সংগঠনের তিন সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এমকেএইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম বার-সেবা বলেন, ‘একদল লোক পরিকল্পিতভাবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালিয়েছিল। মৌলভীবাজার জেলা পুলিশ এই বিষয়ে অত্যন্ত সজাগ। ঘটনায় জড়িত ৩ যুবককে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের জি.আরও এসআই রফিক উদ্দিন জানান, তরুণ-তরুণীদের উপর হামলা ও দোকান ভাংচুরের ঘটনায় গ্রেফতার ৩ যুবককে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শেয়ার করুন