বড়লেখায় যুব বিভাগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

মৌলভীবাজার

রেদওয়ান আহমদ,বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, র‌্যালি ও পথসভা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলা কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন যুব বিভাগের অর্থ সম্পাদক হাফিজ মোঃ আবুল হোসেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার অফিস সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।

উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার সাবেক আমীর এমাদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার নায়েবে আমীর ফয়ছল আহমদ ও আব্দুল্লাহ আল মাহফুজ সুমন।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন সভাপতি মাওলানা বদরুল ইসলাম, বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি দেলোয়ার হোসেন সাঈদ, উপজেলা যুব বিভাগের সহ সেক্রেটারি তাওহিদ সারওয়ার মান্না, উপজেলা যুব বিভাগের অর্থ সম্পাদক আহমদ হোসেন মোল্লা।

এসময় উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক হাজী হেলাল উদ্দিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি জিয়াউল হক, দাসেরবাজার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আরিফুল ইসলাম, বর্নি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলিম উদ্দিন মত, পৌরসভা জামায়াতের সেক্রেটারি আব্দুস সামাদ, উপজেলা যুব বিভাগের সহ সভাপতি মামুনুর রশিদ, দাসেরবাজার ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সাব্বির হোসেন, নিজবাহাদুরপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি কবির হোসেন টিপু, বড়লেখা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি বেলাল আহমদ, পৌর যুব বিভাগের সভাপতি ছাদ উদ্দিন, তালিমপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রাহেল আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আব্দুল আলীম, বর্ণি ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি জাবের আহমদ প্রমুখসহ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বড়লেখা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সদস্যবৃন্দ।

পরে বড়লেখা পৌর শহরে যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণের শহীদ মিনারে পথসভায় মিলিত হয়।

  1. পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার সাবেক আমীর এমাদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার নায়েবে আমীর ফয়ছল আহমদ ও আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার অফিস সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *