ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, জনগণের জন্য রাজনীতি করার প্রবনতা দিন দিন কমে যাওয়ার কারনেই বড় দলের প্রতীকের সুবিধা নিয়ে নির্বাচনে অনেক চুর-ডাকাত-বাটপার নির্বাচিত হয়। এরফলে বাধাঁগ্রস্থ হয় উন্নয়ন। উন্নয়নের জন্য সমাজের অবহেলিত-বঞ্চিতদের অগ্রাধিকার দিতে হবে। এজন্য জনগণ নিজের পবিত্র আমানত ভোট দিয়ে চুর-ডাকাত-বাটপার নয়, নির্বাচিত করতে চান নিজেদের পছন্দের প্রার্থীকে। আর রাজনীতিবীদ হিসেবে এজন্য সঠিক পরিবেশ তৈরী করা আমাদের প্রধান দায়িত্ব। এর পাশাপাশি সামাজিক উন্নয়নের জন্য আমাদের সবাইকে সামাজিক অবক্ষয় রোধকল্পে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি রোববার (২০ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মুফতির বাজার দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
মাদ্রাসার ভূমিদাতা সামছুদ্দিন আহমদ মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা মারুফ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি একেএম মনোহর আলী, সমাজ সেবক আরশ আলী, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মনির উদ্দিন তালুকদার, সদস্য মাওলানা তৈয়বুর রহমান, খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল কালাম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক কাজী দেলোয়ার হোসেন।
এসময় অনুষ্ঠানে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার ফজলুল হক, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ফয়সল আহমদ তালুকদার, আপ্তাব আলী, আব্দুল মজিদ, প্রধান শিক্ষক মাওলানা রিয়াজুর রহমান, এলাকার মুরব্বী জমির আলী, নেছার আলী ছুটু মিয়া প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন