বন্দরবাজারে আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ

সিলেট

স্টাফ রিপোর্টার: নগরীর বন্দরবাজারস্থ একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বন্দরবাজারের লালবাজারে অবস্থিত হোটেল বাগদাদের একটি কক্ষ থেকে শামসুল আলম (৫০) নামে একজনের মরদেহ উদ্ধার কোতোয়ালী মডেল থানা পুলিশ। তিনি ঢাকা মিরপুর ১২ এর আব্দুল বারেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ব্যবসায়িক কারণে ঢাকা থেকে সিলেটের এই হোটেলে উঠেছে তিনি। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কক্ষ থেকে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামসুল হাবিব লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ভিতর থেকে দরজার লাগালো অবস্থায় পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে তার মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের করে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *