দিল্লির কাছে বাহাদুরগড়ে অজ্ঞাত হামলাকারীর গুলিতে নিহত হয়েছেন ভারতের হরিয়ানার রাজনৈতিক দল আইএনডিএল’এর প্রেসিডেন্ট এবং সাবেক বিধায়ক নাফে সিং রাথে। রোববারের (২৫ ফেব্রুয়ারি) ওই হামলায় নিহত হন রাজনৈতিক দলটির আরও ২ নেতা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কর্তৃপক্ষ জানায়, বাহাদুরগর থেকে ঝাজ্জার জেলায় যাচ্ছিলেন নাফে সিং। এসময়, তার গাড়ি ঘিরে ফেলে কয়েকজন মোটর সাইকেল আরোহী। এরপরই তার গাড়ি লক্ষ্য করে ব্রাশ ফায়ার করা হয়। ঘটনাস্থলেই প্রাণ যায় নাফে এবং তার রাজনৈতিক সহকর্মীর।
গুলি করার পর পালিয়ে যায় হামলাকারীরা। তবে হামলার কারণ এখনও জানা যায়নি। পুলিশের ধারণা রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা করা হয়েছে।
শেয়ার করুন