গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সংলগ্ন গোয়াইন সেতু ও বধ্যভূমির নিচ থেকে বালু উত্তোলন দিনের বেলা বন্ধ থাকলেও রাতে চলে হরিলুট। ৫ ফেব্রুয়ারী প্রশাসনের অভিযানের পর মুচলেকা দেয়া বালু নদীতে ফেলার কথা থাকলেও এখনও ফেলা হয়নি।
গত দুইমাসে প্রশাসনের সন্নিকটে বধ্যভূমি ও গোয়াইন সেতুর নিচ থেকে বালু উত্তোলন করে বিশাল গর্ত আর জমাকৃত বালুর স্তপ যেন জাফলংয়ের মত অবস্থা তৈরী হয়েছিল। বুধবার প্রশাসনের অভিযানের পর বালুর স্তুপগুলো নদীতে ফেলে দেয়া এবং আর বালু উত্তোলন করবেন না মর্মে প্রশাসনকে দুজন মেম্বারসহ মুচলেকা দিয়েছিলেন। কিন্তু ৩ দিন অতিবাহিত হওয়ার পরও বালুগুলো নদীতে ফেলা হয়নি। উপরন্তু শুক্রবার মধ্যরাত থেেেক ৮/১০টি ট্রলি দিয়ে ব্রীজের নীচ থেকে বালু উত্তোলন করা হয়। ফলে গোয়াইন সেতু ও বধ্যভূমি পড়ছে হুমকির মুখে।
নদীতীর, বধ্যভূমি, গোয়াইন সেতু রক্ষায় প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
শেয়ার করুন