বন্যার্তদের জন্য যশোর জেলা বিএনপির চেক হস্তান্তর

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার্ত মানুষের সহায়তায় বিএনপি গঠিত জাতীয় ত্রাণ কমিটির নিকট আজ (৫ জুলাই) মঙ্গলবার যশোর জেলা বিএনপির ২০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু’র নিকট যশোর জেলা বিএনপির পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করেন – বিএনপির কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত।এসময় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু,কেন্দ্রীয় সদস্য টি,এস আইয়ুব,আবুল হোসেন আজাদ, যুগ্মআহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন,সদস্য মিজানুর রহমান খান,মারুফুল ইসলাম ও কেন্দ্রীয় যুবদলের নেতা নুরুজ্জামান লিটন।

জননেতা অনিন্দ্য ইসলাম অমিত কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায়, যশোর জেলা বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের সহায়তায় ত্রান (অনুদান) সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল। আমাদের আহ্বানে সাড়া দিয়ে যশোরবাসী যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন, তার জন্য ব্যক্তিগতভাবে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

গনমাধ্যমের বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা, আমাদের এ কর্ম তৎপরতা জনগনের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরবার জন্য।

কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীর প্রতি,আপনাদের আন্তরিকতা ও সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব হতো না কাঙ্খিত এ লক্ষ্যে পৌঁছানো।

তিনি আরও বলেন জনগনের দল হিসেবে বিএনপি যেকোন সংকট-সংগ্রামে অতীতেও জনগনের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *