“বন্যার্তদের পাশে SUST এর “সংযোগ ফাউন্ডেশন “

সিলেট

মোঃ সরওয়ার হোসেন,গোলাপগঞ্জ প্রতিনিধি ::

গোলাপগন্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের নওয়াই দক্ষিণভাগ এলাকায় বর্ণ্যার্ত মানুষের পাশে

২৭ জুন (রবিবার) ২৩০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একঝাক মেধাবী ছাত্র “সংযোগ ফাউন্ডেশন” এর সদস্যরা।

নওয়াই দক্ষিণভাগ ভাগ গ্রাম বাসীর পক্ষে ভাদেশ্বর মডেল ফাযিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষক মাওলানা দুলাল আহমদ বলেন, SUST এর ভাইদের নিয়ে অনেক কষ্ট ত্যাগ করে পানি বন্দী মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যে অক্লান্ত পরিশ্রম করেছেন তা সত্যিই অকল্পনীয়।দোয়া ও শুভ কামনা রইল এইসব ছাত্র ভাইদের জন্য।

যারা পড়ালেখার পাশাপাশি মানবতার সেবায় নিজেদের বিলিয়ে দিয়ে মনে প্রশান্তি লাভ করেন।

আমাদের নওয়াই দক্ষিণভাগ এলাবাসীর পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।

বেঁচে থাকুক মানবতা যুগ যুগ ধরে এই দরনীতে। তোমাদের দেখে মানুষ অনেক অনুপ্রাণিত হবে মানবসেবায় আমার বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন শাবিপ্রবির মেধবী ছাত্র জিবান আহমদ, আলমগীর হোসেন, জাকারিয়া আহমদ, সুবেল আহমদ, জেবলু আহমদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *