সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার বানভাসি মানুষদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। পর্যায় ত্রাণ বরাদ্দ দেয়ায় কোন মানুষ অনাহারে, অর্ধাহারে মারা যায়নি। আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন বন্যার্তদের পাশে দাঁড়ানোয় তারা বাসা কিংবা আশ্রয় কেন্দ্রে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে দেশে-বিদেশে বসবাসরত দানশীল ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। ইতিমধ্যে খাদ্যসামগ্রী নিয়ে বন্যার্ত মানুষের সহায়তায় করায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এডভোকেট নাসির খান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল আলী মেম্বারের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, কার্যকরি সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল আলী তোতা।
এ সময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মনসুর চৌধুরী, সদস্য আবুল কাশেম সেবুল, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী রনি প্রমুখ।