বন্যায় বিপর্যস্ত ভিক্টোরিয়া

জাতীয়

টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়া। শুক্রবার (১৪ অক্টোবর) প্লাবিত হয়েছে মেলবোর্নসহ দেশটির আরও বেশ কয়েকটি শহর। এদিন প্রাণহানি হয়েছে একজনের।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে অঞ্চলটিতে। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। চলমান বন্যায় সেখানে নিখোঁজ রয়েছেন অন্তত একজন। পানিতে তলিয়ে গেছে পাঁচ শতাধিক বসতবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় সাড়ে তিন হাজার ঘরবাড়ি।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ সপ্তাহ জুড়েই অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবার আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগ কবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে ফায়ার সার্ভিস। সরবরাহ করছে খাবার ও বিশুদ্ধ পানি।

প্রসঙ্গত, চলতি বছর বন্যায় এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানি হয়েছে দেশটিতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *