বরকলের বর্ডার সংলগ্ন হরীনা বাজারে চোলাইমদসহ আটক ১

জাতীয়

আরিফুল ইসলাম সিকদার,রাঙ্গামাটি:

পার্বত্য রাঙ্গামাটির বরকল উপজেলাধীন ভুষনছড়া ইউপির মাদকের স্বর্গরাজ্যখ্যাত হরীনা বাজারে গোপন তথ্যের ভিত্তিতে বরকল থানার চৌকস অফিসার ইনচার্জ মো নাসির উদ্দিনের দিগনির্দেশনায় পুলিশ টিমে সিক্রেট অপারেশনের মাধ্যমে আন্ত বেগম নামক একজন মাদক ব্যবসায়ীর ঘড় হতে চোলাই মদসহ হাতেনাতে আটক করা হয়।

বুধবার ১১টা ২০ মিনিট নাগাদ বরকল থানা পুলিশের একটি টিম হরিনা বাজার থেকে উক্ত মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্দার করেছে বলে জানা যায়।বিগত কিছুদিন যাবত বরকল উপজেলা মিটিংয়ের আইন শৃংখলা মিটিংয়ে বরকল প্রেস ক্লাবের সভাপতি শান্তিময় চাকমার উত্থাপিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভীন্ন আলামতের ওপড়ে ভিত্তি করে বরকল থানা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যেই মাদকে বরকলে কর্মরক সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিড়ো টালারেন্স গ্রহনের নির্দেশ দেন।তারই সুফল সরূপ দুর্গম হরীনা বাজারে বিভীন্ন প্রতিকুলতা পেরিয়ে বরকল থানা পুলিশ উক্ত সফল অভিযানটি পরিচালনা করেছেন।এসময় আন্তু বেগম আটক হলেও তার ছেলে আলমগীর কিছু পরিমান মাদক নিয়ে পালিয়ে গেছে বলে স্থানীয় সুত্রে জানা যায়।

এ বিষয়ে বরকল থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান,বরকল উপজেলাকে মাদক মুক্ত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।তারই পরিপেক্ষীতে আন্তু বেগম (৪২), স্বামী- মৃত আবদুল্লাহ, ছোট হরিনা, ৩নং ওয়ার্ড, ৪নং ভূষণছড়া ইউপির একজন মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে
০৫ লিটার চোলাই মদ ও ৪০ কেজি চোলাই মদ তৈরির উপকরণ ওয়াশসহ তাকে গ্রেফতার করা হয়।

ভুষনছড়া ইউপি চেয়ারম্যান মো মামুনুর রশিদ এ বিষয়ে জানান,হরীনা বাজারে মাদকের বিভীন্ন সংবাদ প্রায়শই শোনা যায়।আমরা স্থানীয়ভাবে যতটা সম্ভব এসব প্রতিহত করার চেষ্টা করি।বরকল থানার এইরকম অভিযান অব্যহত থাকলে আশা করি মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য অনেকটা কমে আসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *