বরকলে কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরন করেন সবির কুমার চাকমা

জাতীয়

আরিফুল ইসলাম সিকদার:

আজ ৩ আগষ্ট রোজ বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে SID- CHT প্রকল্পের আওতায় বরকল উপজেলায় কৃষকদের মাঝে বনজ ও ফলজ চারা বিতরণ করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা।

এসময় তিনি স্থানীয় জনগন ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পার্বত্যাঞ্চলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২৯৯নং আসনের সংসদ দীপঙ্কর তালুকদার এমপি”র প্রত্যক্ষ ভুমিকায় কৃষিসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।আগামীতে রাঙামাটির উক্ত আসনটিতে দীপঙ্কর তালুকদারকে পুনরায় নির্বাচিত করার জন্য তিনি সকলের ভোট ও সার্বিক সহায়তা কামনা করেন।

এসময় তিনি প্রান্তিক চাষীদের হাতে মাল্টা,আম,নারিকেল ও মেহগনির চারা তুলে দেন।

উক্ত চারা বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরকল উপজেলা আওয়ামী লীগের নাছিড় উদ্দিন মহারাজ ,সুজন রয় ,বরকল উপজেলা যুবলীগের সভাপতি ও ভুষনছড়া ইউপি চেয়ারম্যান মো মামুনুর রশিদ মামুন ,বরকল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো আরিফুল ইসলাম, আবুল কালাম ,সমসের আলী,রাজিব কর্মকার,শামসুল আলম,নুরনবী হোসাইন, আব্দুর রহিম, ও SID- CHT প্রকল্পের( UNDP) প্রতিনিধি জয়সহ আরো অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *