আরিফুল ইসলাম সিকদার:
বিগত ৬ দিন ধরে টানা বর্ষণের কারণে বরকল উপজেলার বহু মানুষের ঘরবাড়ি সহ বিভিন্ন এলাকার বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।
আজ বুধবার পর্যন্ত বরকল উপজেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ঘড় ছেড়েছে কয়েক হাজার পরিবার।
এমতাবস্থায় জনসাধারণের দুর্ভোগ কমাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বরকল উপজেলা আনসার ভিডিপির সদস্যরা।বিভিন্ন স্থানে রাস্তা মেরামতসহ বন্যার পানিতে আটকে থাকা জনগনের নদী পারাপারের মত বিপদজনক কাজগুলো তারা করছেন।
বরকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাজহারুল ইসলাম এর নির্দেশনায় বিভিন্ন স্থানে বন্যায় আটকে থাকা লোকজনকে উদ্দারসহ অসহায় মানুষদের আশ্রয় কেন্দ্রে নেয়া ও আশ্রয় কেন্দ্রের নিরাপত্তার কাজে তারা নিয়োযিত রয়েছেন।
পাশাপাশি পাহাড় ধসে পড়া রাস্তাগুলো চলাচল উপযোগী করার জন্য সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম এর কাজ করে যাচ্ছেন !
এ সময় বরকল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন, দায়িত্বপূর্ণ এলাকার আপামর জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এর ভাবধারাকে ত্বরান্বিত করার লক্ষ্যে বরকল আনসার ভিডিপি নিরলস কাজ করে আসছে। ভবিষ্যতে বরকল আনসার ভিডিপি কর্তৃক আরও এ ধরণের মহৎ উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শেয়ার করুন