আরিফুল ইসলাম সিকদার,রাঙামাটি:
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৫তম বার্ষিকী (রজত জয়ন্তী) উপলক্ষ্যে শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে বরকলের ৪৫ বিজিবি জোন কর্তৃক নানাবিধ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
এসময় বরকল ৪৫ বিজিবি জোনের আওতাধীন জাতি,ধর্ম ও সংস্কৃতি নির্বিশেষে আয়োজিত সকল কর্মসূচীতে জনসাধারণ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করে। এই ঐতিহাসিক দিবসে বরকলের ৪৫বিজিবি জোনের আয়োজনে সম্প্রীতি র্যালি, আলোচনা সভা, মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা, সম্প্রীতি মেলা, প্রীতি ফুটবল খেলা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে।
সকাল সাড়ে নয়টায় বরকল বাজার থেকে সকল জনসাধারণ কাধে কাধ মিলিয়ে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করে বরকল উপজেলা সদরে গিয়ে শেষ হয়। র্যালি সমাপনান্তে বরকল বিজিবি জোনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোন কমান্ডার লেঃ কর্নেল মতিউল ইসলাম মন্ডল,মেডিক্যাল অফিসার ইফতেখারুল আলম এমএসসি, বরকল উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা, অধ্যক্ষ নৈচিং রাখাইন,বরকল থানা অফিসার ইনচার্জ মো নাসির উদ্দিন,ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা সহ আরো অনেকে। উক্ত আলোচনা সভায় জোন কমান্ডার পার্বত্য শান্তি চুক্তির সাফল্য হিসেবে পার্বত্যাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর অবদান বর্ণনা করেন। জোন কমান্ডার বলেন, বরকল উপজেলায় নিয়োজিত সেনা, বিজিবি, আনসার, পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।
আলোচনা শেষে গরীব ও দুস্থ জনসাধারণের মধ্যে ২১ বান টিন, শীতবস্ত্র, আর্থিক সহায়তা, ০৫টি গরীব পরিবারকে আর্থিক সহায়তা, ৫০ জন শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী সহায়তা প্রদান করা হয়।
শেয়ার করুন