বরমচাল টু সিলেট বাস সার্ভিস এর আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।
আজ শুক্রবার বরমচাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজিজুল রহমান মনির চেয়ারম্যান, ভুকশিমইল ইউপি, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট, ইছহাক চৌধুরী ইমরান সাবেক চেয়ারম্যান ১নং বরমচাল ইউপি,আব্দুল মোক্তাদির সাবেক সদস্য ১ং ইউপি বরমচাল,ডাঃরত্নজিৎ চক্রবর্ত্তী, সমাজসেবক, ফারুক উদ্দীন সুন্দর সভাপতি, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডি,আশরাফুল ইসলাম রাজিব সদস্য ১নং ইউপি বরমচাল,মো: আলী চৌধুরী তরিক দপ্তর সম্পাদক, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ ও এলাকায় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালন করেন বরমচাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন খসরু।
শেয়ার করুন