সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আমি নগর পিতা নয়, নগরের সেবক হিসাবে কাজ করতে চাই। এ সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে তা অকল্পনীয়। তৃনমূল পর্যায়ে এ সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। একটি সরকার দেশ উন্নত হতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।প্রধানমন্ত্রীর ডায়ানামিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ভ্যাকসিন, পদ্মাসেতুসহ বিভিন্ন উন্নয়ন সাধিত হয়েছে। এ উন্নয়ন কর্মকান্ডকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। জীবন মানের উন্নয়নের কারনে দেশ আজ স্মাট বাংলাদেশ থেকে উন্নত বাংলাদেশে রুপান্তরিত হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেয়ার পাশাপাশি উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্স এর ফলক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্স শেখঘাট সিলেট এর সম্মেলন কক্ষে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো.আব্দুর রফিকের পরিচালনায় ফলক উম্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার সুব্রুত চক্রবর্তী জুয়েল, মুক্তিযোদ্ধা আবুল কালাম, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সালমা বাসিত, অতিরিক্ত পুলিশ সুপার সিলেট জেলা পুলিশ শেখ মো.সেলিম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোবারক হোসেন,বিভাগীয় সমাজসেবা কার্য্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস,সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ সোলেমান মজুমদার, জেলা সমাজসেবা কার্য্যালয়ের সহকারী পরিচালক মো.নাজিম উদ্দিন, রফিকুল হক।
এসময় সিলেট জেলা সমাজসেবা অধীনে পরিচালিত বিভিন্ন প্রতিষ্টানের প্রধানসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা থেকে সারা বাংলাদেশের ২২টি জেলা সমাজসেবা কমপ্লেক্স উদ্বোধন করেন। পরে স্থানীয়ভাবে এর ফলক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন