বসন্ত আনন্দ উৎসবে মুক্তাক্ষর

জাতীয়

বাঙালির সুদীর্ঘকালের ঐতিহ্যকে হৃদয় লালন করে বসন্তের প্রথম লগ্নে ফাগুনকে ছুঁয়ে নিল ছোট বড় সবাই। প্রত্যেকের মন কাননে গোপনে বয়ে চলে ‘ফুল ফুটুক আার না-ই ফুটুক আজ বসন্ত। মঙ্গলবার (১৭ ফেব্রæয়ারি) সিলেট জেলা শিল্পকলা একাডেমি আয়োজনে বসন্ত আনন্দ উৎসব ১৪২৯ অনুষ্ঠিত হয় সিলেট রিকাবিবাজার কাজী নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণের মুক্তমঞ্চে। বিকেল ৩টায় জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত অনুষ্ঠানের সূচনা করেন। প্রথমেই একক নৃত্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এর পর গান। গানের পরই আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর তাদের দলগত পরিবেশন নিয়ে মঞ্চে উঠেন। বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় প্রিয়াশ্রী কর পিউর সঞ্চালনে ভালবাসা দিবস ও ফাগুনের কবিতা পরিবেশন করে নিনো, নিলিমা, ত্রদিব, ইয়াসিন, শাকিল, সুমাইয়া, বিথী, ঐশিকা, মণিষা, আফসানা ও স্বপ্ন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *