বহু গুণের অধিকারী বদরুল ইসলামের প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা

সিলেট

বহু গুণের অধিকারী বদরুল ইসলামের প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার ২০ ডিসেম্বর সিলেট নগরীর চিলি রেস্টুরেন্টে কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজুর সভাপতিত্বে পুটামারা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল ওয়াদুদের সঞ্চালানায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুটামারা ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মাও:আব্দুস শহিদ।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য পেশ করেন কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ কোছাক এর যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোছাক এর উপদপ্তর সম্পাদক সাংবাদিক মাহমুদুল হাসান নাঈম।
কোছাক এর ইছাকলস ইউনিয়ন শাখার সভাপতি মো:কাওসার আহমদ, ইছাকলস ইউনিয়ন রক্তদান ও সমাজকল্যান সংস্থার সাধারন সম্পাদক মাহিন আহমদ।

কে.এম. বদরুল ইসলাম কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ (কোছাক) এর ধর্ম বিষয়ক সম্পাদক, মনিং বার্ড প্রি ক্যাডেট একাডেমির সিনয়র সহকারী শিক্ষক এবং ইছাকল ইউনিয়ন রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *