বাংলাদেশের ঘটনাবলিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

জাতীয়

সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো যথাযথভাবে তদন্ত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে সহিংসতা থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে। খবর রয়টার্সের।

বিএনপির ঢাকায় গণসমাবেশ সামনে রেখে সহিংসতা ও হতাহতের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ঘটনাবলিতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং ‘খুব ঘনিষ্ঠভাবে’ পর্যবেক্ষণ করছে।

তিনি ঢাকায় রাজনৈতিক সমাবেশের আগে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।

কিরবি বলেন, যে কোনো ধরনের ভীতি, হয়রানি বা সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ প্রতিবাদের বাংলাদেশের নাগরিকদের অধিকারের প্রতি যুক্তরাষ্ট্র তার আহ্বান পুনর্ব্যক্ত করছে। তিনি বলেন, আমরা বাংলাদেশের দলগুলোকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। কোনো দল বা প্রার্থী একে অন্যের প্রতি হুমকি প্রদর্শন বা সহিংসতায় জড়াবে না—এমন পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতিও আহ্বান জানাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *