ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব লেস্টার সিটিতে খেলতেন হামজা চৌধুরী। বর্তমানে খেলছেন ওয়াটফোর্ডের হয়ে। আগামীতে বাংলাদেশের হয়েও খেলতে চান বলে জানিয়েছেন হামজা।
স্কাই স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়, হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার জন্য উন্মুক্ত এবং স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারলে ‘গর্বিত’ হবেন।
আগে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন বাংলাদেশি এবং গ্রেনাডিয়ান বংশোদ্ভূত হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ-বাংলাদেশি হামজা।
বাংলাদেশের হয়ে খেলার ভাবনা নিয়ে হামজা বলেন, ‘হ্যাঁ, আমি বাংলাদেশের হয়ে আগামীতে খেলতে চাই। আমি এখানে থাকলে আগামী কয়েক বছরে আরও ভালো পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারবো। তবে আমি বাংলাদেশে গিয়ে খেলতে পারলে আরও গর্বিত হব। সেখানে নিয়মিত খেলতে চাই। ‘
তিনি আরও বলেন ‘প্রথমে আমি অবাক হয়েছিলাম, আমার সাফল্যে বাংলাদেশ থেকে অনেক শুভকামনা পেয়েছি। তাদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি। ভালো কিছু করলে দেশ থেকে সকলে সমর্থন জানাতো। আমার মা সারা রাত জেগে থাকতেন কারণ আমার খালা এবং কাজিনরা বাংলাদেশ থেকে ফোন করবে।’
শেয়ার করুন