স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যাপকহারে গণসচেতনতা বৃদ্ধিসহ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনকে গতিশীল করতে সভা ও সমাবেশ অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২৮ জুলাই)
মনিরামপুর বাজারে মনিরামপুর উপজেলা কৃষকলীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়
মনিরামপুর কৃষক লীগের সভাপতি আবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক ফারুক হোসেন, সাধারণ সম্পাদক, মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯ যশোর -৫ মনিরামপুর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওমীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা যশোর এর চেয়ারম্যান, জননেতা জনাব আলহাজ্ব এস এম ইয়াকুব আলী।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব নাজমা খানুম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মনিরামপুর।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৭ টি ইউনিয়নের কৃষক লীগের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার জন্য আওয়ামীলীগের উন্নয়ন মূলক কাজ তুলে ধরার লক্ষ্যে জনগণ ও কর্মীদের সাথে যোগাযোগ বৃদ্ধির জন্য মতো ভেদ ভুলে ব্যক্তিগত সম্পর্ক উন্নয়ন, উঠান বৈঠক, পথসভা,হাটসভা ও দলীয় কর্মসূচির উপর গুরুত্ব দেওয়া হয়।এছাড়া জনগণকে বৃক্ষ গোপনে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে শতাধিক মানুষের মাঝে চারা বিতরণ করা হয়।
শেয়ার করুন