এবার ওয়ানডে সুপার লিগে তিন নম্বরে থেকে বিশ্বকাপে আসা বাংলাদেশ দল যেন ক্রিকেটটাই ভুলে গিয়েছে। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর জয় শব্দটাই যেন দেখতে পাচ্ছে না টাইগাররা। সাকিব আল হাসানের নেতৃত্বে টানা ছয় ম্যাচ হারের বৃত্তে। এতে অনেক আশা ও স্বপ্ন নিয়ে যে ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসেছিল বাংলাদেশ।
একেরপর এক হারে সেমিফাইনালের স্বপ্নের সমাধি হয়েছে আগেই। বাকি ছিল টেবিলের শীর্ষ আটে থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করা। তবে টাইগারদের সেই স্বপ্নও এখন প্রায় মৃত। সম্প্রতি স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে সাকিবদের এমন বাজে পারফর্ম করার ব্যাখা দেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।
স্টার স্পোর্টসের বাংলাদেশের হারের ব্যাখা দিয়ে ইরফান বলেন, ‘আমি এটাকে বাংলাদেশ ক্রিকেটের বড় পতন হিসেবেই দেখছি। বাংলাদেশে এমন নয় যে বিদেশে লিগ খেলা ক্রিকেটার নেই। মুস্তাফিজ, তাসকিন বিদেশে লিগ খেলছে। দলে মাহমুদউল্লাহ, মুশফিক, সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও রয়েছে। তবে দল হিসেবে তারা পারফর্ম করতে পারছে না।’
অন্যদিকে দলের নানা ইস্যু নিয়ে তিনি বলেন, ‘সামর্থ্যের অভাব বাংলাদেশের সমস্যা নয়। এই দলে আরও অন্য সমস্যা আছে। বাংলাদেশের এখন মাঠ এবং মাঠের বাইরের সমস্যার সমাধান করতে হবে।’ এদিকে বাংলাদেশ বোর্ডের সমস্যা নিয়ে ব্যাখ্যা দিতে যেয়ে সাবেক ভারতীয় এই অলরাউন্ডার বলেন, ‘আমি সব সময় বলি, বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্টদের ভুল ও বাজে সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ ক্রিকেট ডুবছে। আমরা তাদের মাঠের বাইরের বিভিন্ন সমস্যার কথা জানি। এই দলে অবশ্যই তামিম থাকা দরকার ছিল।’
এদিকে সাকিব-লিটনদের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিয়ে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে যে ধরনের পারফর্ম করছে তাতে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনিশ্চিত তাদের। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে বাংলাদেশ দলকে বিশ্বকাপের বাকি দুই ম্যাচে জিততেই হবে। বিশ্বকাপে বাংলাদেশ তাদের পরবর্তী দুই ম্যাচে মুখোমুখি হবে যথাক্রমে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।
শেয়ার করুন