অবিলম্বে আল্লামা মামুনুল হককে নিঃশর্ত মুক্তি দিন:
মাওলানা রেজাউল করিম জালালী
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার কর্মী সমাবেশ মঙ্গলবার (১৫ নভেম্বর) নগরীর শহীদ সুলেমান হলে দু’ পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সভাপতিত্ব করেন সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ, ২য় পর্বে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম, জেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান ও মহানগর সহ-সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা আহমদ আজাদ এবং জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়বে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেন, অন্যায় ও অবিচারে সয়লাব হয়ে গেছে দেশ। মানুষ তার মৌলিক অধিকার পাচ্ছে না। সর্বত্র জুলুমের মাত্রা ক্রমেই বেড়ে চলছে। বিচারহীনতা ও অধিকারহারা মানুষের আর্তনাদ কেউ শুনছে না। তাই সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। তিনি আরো বলেন আমাদের দলের মহাসচিব মাওলানা মামুনুল হককে সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিন থেকে কারাগারে বন্দী করে রেখেছে এই জালিম সরকার। মাওলানা মামুনুল হককে অবিলম্বে মুক্তি না দিলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।
প্রধান বক্তার বক্তব্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, চাল, ডাল, তেল, গ্যাসের অস্বভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে। এমতাবস্থায় দেশের মানুষের জীবন ধারণ করতে তীব্র কষ্ট হচ্ছে। সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হচ্ছে। তাই অবিলম্বে বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতায় ভিতরে রাখতে হবে। সরকার নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি কোনভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। এভাবে একটি দেশ চলতে পারে না। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে ভর্তুকী দিয়ে হলেও নিত্যপণ্য, তেল ও গ্যাসের স্বাভাবিক মূল্য নিশ্চিত করতে হবে। নতুবা ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম মহসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক ব্যবস্থা পঙ্গু হয়ে গেছে। দুর্নীতিবাজরা দেশের রিজার্ভ খেয়ে ফেলেছে। বিদেশে টাকা পাচার করছে। দুর্নীতিবাজদের কাছ থেকে টাকা ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে। এই আওয়ামী সরকার দেশকে আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশ দেউলিয়া হয়ে গেছে। দেশ পরিচালনায় ব্যর্থতার দায় স্বীকার করে সরকারকে বিদায় নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা, মদন মোহন বিশ^বিদ্যালয় কলেজের সাবেক প্রিন্সিপাল (লে: কর্নেল) আতাউর রহমান পীর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আব্দুল খালিক, ক্বারী মাওলানা উবায়দুর রহমান, মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, হাফিজ মাওলানা হারুন রশিদ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা ক্বারী মোহাম্মদ সানা উল্লাহ, অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, জেলা সহ-সাধারণ সম্পাদক কাজী জুনেদ আহমদ, মহানগর সহ-সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কমর উদ্দিন, হাফিজ কয়েস আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মোতাসিম বিল্লাহ জালালী, মুফতি মুহাম্মদ মাহবুবুল হক, জেলা বায়তুল মাল সম্পাদক মুফতি সৈয়দ নাসির উদ্দিন,সহ-বায়তুল মাল সম্পাদক মুফতি ওজিরুল ইসলাম মাসুদ, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রব, মহানগর বায়তুল সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, সহ-বায়তুল সম্পাদক মাওলানা আব্দুল মন্নান আজাদ চৌধুরী, মহানগর প্রচার সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মাওলানা ফয়জুন নুর, জেলা সহ-প্রচার সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন নুমানী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মহানগর শাখার সভাপতি ফরিদ আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি নুর আলম সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক, সহ-সমাজ কল্যাণ সম্পাদক ক্বারী আবুল হোসাইন, জেলা সমাজকল্যাণ সসম্পাদক হাফিজ শিহাব আহমদ, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা হোসাইন আহমদ, ক্বারী মাওলানা আনোয়ারুল হক, মাওলানা শামসুল ইসলাম, হাফিজ সাইফুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা তারেক আহমদ, মাওলানা জয়নুল ইসলাম, মোঃ সিকন্দর আলী, মাওলানা আব্দুল মোহাইমিন, মাওলানা আবুল কালাম, মা