চলতি মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজটির সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত স্বস্তি মিলেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিশ্চিত করেছে, আসন্ন দুই টেস্ট তারা সরাসরি সম্প্রচার করবে। আগামী ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে দুই ম্যাচের সিরিজ। শেষ টেস্ট হবে চট্টগ্রামে।
এই সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে গত ১৯ মার্চ আর্থিক প্রস্তাবসহ এক্সপ্রেস অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বান করেছিল বিসিবি। কিন্তু ৭ এপ্রিল পর্যন্ত ডেডলাইন নির্ধারণ করলেও কারও সাড়া পাওয়া যায়নি। কাউকে না পাওয়ায় বিসিবি রাষ্ট্রায়ত্ব ব্রডকাস্টারের শরণাপন্ন হয়েছে, যেন দেশের ভক্তরা এই সিরিজ সরাসরি দেখতে পারে।
সম্প্রতি বাংলাদেশের হোম সিরিজগুলো মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে দেখানো হয়েছে টি স্পোর্টস ও গাজী টিভিতে। গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে কারো সাথে চুক্তি না হওয়ায় এই ভোগান্তিতে পড়তে হয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাকে।
নতুন সম্প্রচার সঙ্গী এখনও খুঁজে না পেলেও বিটিভিকে ভরসা করে অন্তত দেশের ক্রিকেটপ্রেমীদের খেলা দেখার সুযোগ করে দিয়েছে বিসিবি। বেসরকারি টিভিগুলোর অনাগ্রহ থাকলেও রাষ্ট্রীয় টিভির এই সিদ্ধান্ত কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিয়েছে সমর্থকদের।
শেয়ার করুন