বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২২’ সিলেট রেঞ্জের চ্যাম্পিয়ন হবিগঞ্জ জেলা

হবিগঞ্জ

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-

আজ বুধবার (১৪ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে “বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২২” (সিলেট রেঞ্জ) এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ বিকাল ০৪:০০ ঘটিকায় মৌলভীবাজার জেলার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান।

আজকের ফাইনাল খেলায় মৌলভীবাজার জেলা পুলিশ এবং হবিগঞ্জ জেলা পুলিশ মুখোমুখি হয়। ফাইনালে মৌলভীবাজার জেলা পুলিশকে হারিয়ে হবিগঞ্জ জেলা পুলিশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অংশগ্রহণকারী অন্যান্য জেলা পুলিশ দল, রানার্সআপ দল ও বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মিছবাহুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসীন এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *