বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও রক্তদাতাদের সম্মাননা প্রদান

জাতীয়

 

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

গত ০৯ জুন ২০২৩ ইং গাজীপুর শহিদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতাল অডিটোরিয়ামে বেলা ৩ টায় কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা আবু সুফিয়ান শাকিল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইমন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তারিক হাসান ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার শহিদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অবহেলিত শ্রমিক কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক শেখ শাহাবুদ্দিন শান্ত প্রতিষ্ঠাতা মহাপরিচালক সৈয়দ আবিদুর রহমান বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন সাভার উপজেলা ইউনিটের উপদেষ্টা মনিরুল ইসলাম মনির ও কিশোরগঞ্জ জেলা ইউনিটের উপদেষ্টা আসাদুর রহমান ম্যান ফর ম্যান ফোর্স মহাপরিচালক রাজিবুল ইসলাম বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সহ-সভাপতি মাহমুদা আলী মেনুকা।

আরো বক্তব্য রাখছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যগণ।

বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন গাজীপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজনের সঞ্চলনায় ও গাজীপুর জেলা ইউনিটের সভাপতি রেদওয়ান হাসান আরিফ এর সভাপত্বিতে প্রোগ্রামের প্রথম পর্ব শেষ হয়।

পরে সম্মানীত অতিথি গন ১৫+ রক্তদাতাদের সম্মাননা স্মারক তুলে দেই।

এ সময়ে বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আবু সুফিয়ান শাকিল তার বক্তব্যে বলেন বাংলাদেশে যে প্রতিবছরে ২৫ ভাগ রক্ত ঘাটতি থাকে তা পূরণ করতে গেলে সংগঠন গুলো শহর কেন্দ্রিক নয় গ্রাম ভিত্তিক কার্যক্রম পরিচালনা করতে হবে তিনি আরো বলেন সংগঠনের আগামী কার্যক্রম হবে এলাকা ভিত্তিক ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি গুলো হবে প্রতিটি গ্রামাঞ্চলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *