বাংলাদেশ-ভারত ম্যাচে বদলে যাচ্ছে চেন্নাইয়ের উইকেট?

খেলাধুলা

চলতি সপ্তাহেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে মাঠের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন কোহলিরা। দেশের মাটিতে প্রস্তুতি সেরেছে বাংলাদেশও। এখন ভারত যাওয়ার অপেক্ষা। আগামীকাল রোববার (১৫ সেপ্টেম্বর) দেশ ছাড়বেন ক্রিকেটাররা। এর আগে আলোচনায় চেন্নাইয়ের উইকেট।
সাধারণনত চেন্নাইয়ের উইকেট স্পিন সহায়ক হয়। অতীত পরিসংখ্যান সেই কথাই বলে। তবে, বাংলাদেশ-ভারত সিরিজে তেমনটা নাও দেখা যেতে পারে। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, চেন্নাইয়ের উইকেটে স্পিনাররা নয় বাড়তি সুবিধা পেতে পারেন পেসাররা। মূলত, বছরের শেষে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া সিরিজকে মাথায় নিয়েই এমন সিদ্ধান্ত নিতে পারে আয়োজকরা।

অতীত পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, ২০১৯ সালে ইন্দোর ও কলকাতায় পেসারদের সহায়তায় বাংলাদেশকে হারিয়েছিল ভারত। সেই দুই টেস্টের ৩৫ উইকেটই নেন পেসাররা। এবারও তেমনই পরিকল্পনা করতে পারে বিসিসিআই। এছাড়া স্পিন শক্তিতে বাংলাদেশও কম নয়। সেই দিকটিও মাথায় রাখতে হচ্ছে আয়োজকদের। তাই ব্যাটারদের নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ ভারত।

প্রতিবেদনে আরও জানানো হয়, চেন্নাইয়ে কালো নয়, লাল মাটির উইকেটে খেলতে পারে ভারত। উইকেটে বেশ ঘাসের উপস্থিতি দেখা গেছে। যদিও এখনও পাঁচদিন বাকি ম্যাচের। এর আগে ঘাস ছোট করলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। যদিও অনুশীলনে স্পিনারদের বাড়তি গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

পেসারদের সুবিধার কথা চিন্তা করে যদি উইকেট প্রস্তুত করা হয়, তবে সেটাও বাংলাদেশের জন্য খুব বেশি দুশ্চিন্তার হবে না। কারণ পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টেই দাপট দেখিয়েছেন পেসাররা। বিশেষ করে নাহিদ রানার গতি ভাবাচ্ছে ভারতকেও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *