বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক দৃষ্টান্ত : এডভোকেট নাসির

সিলেট

সিলেট নগরীর বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

আজ ৪ অক্টোবর মঙ্গলবার রাতে তিনি নগরীর বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেন। পূজা মণ্ডপ পরিদর্শন কালে তিনি দর্শনার্থী ও পূণ্যার্থীদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন।

পূজা মণ্ডপ পরিদর্শনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে নাসির উদ্দিন খান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন।

দুর্গা পূজাকে কেন্দ্র করে সকল শ্রেণির মানুষ হিংসা-বিদ্বেষের উর্ধ্বে উঠে প্রীতির মেলবন্ধন রচনার মাধ্যমে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাড়ম্বরে দুর্গোৎসব পালনের মধ্য দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও কল্যাণময় অবস্থানের বিকাশ আরও বিস্তৃত এবং বিকশিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *