তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ
সিলেট বিভাগের মধ্যে বর্ষসেরা স্বাস্থ্যকর্মী হিসেবে
বাংলাদেশ স্বাস্থ্য পরিবার এ্যাওয়ার্ড ২০২২ পেয়েছেন
সিলেট -৪(চার) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত এম,এ,হান্নানের পুত্র হান্নান সিদ্দকী। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় সিলেট নগরীর চৌহাট্রাস্থ স্বাস্থ্য ভবনে বাংলাদেশ স্বাস্থ্য পরিবার এ্যাওয়ার্ড ২০২২ প্রদান করা হয়।
বাংলাদেশ স্বাস্থ্য পরিবারের আহবায়ক এম গৌছ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ স্বাস্থ্য পরিবারের যুগ্ম আহবায়ক আতিকুর রহমানের পরিচালনায় বাংলাদেশ স্বাস্থ্য পরিবার এ্যাওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাস্থ্য পরিবারের ভারপ্রাপ্ত পরিচালক নুরে আলম শামীম, সিলেটের সিভিল সার্জন শাহরিয়ার রহমান প্রমুখ।
শেয়ার করুন