বাগেরহাটে একদিনে ডেঙ্গু রোগী শনাক্ত ১০

জাতীয়

 

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটে একদিনে ১০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত হাসপাতালে ২২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত জেলায় ১২৩ রোগী শনাক্ত হয়েছে। এদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়েদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে সাত রোগীসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ব্যবসায়ী, গৃহিণীসহ নানা পেশার মানুষ রয়েছে।
বাগেরহাট জেলার ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. হুসাইন সাফায়াত বলেন, বর্তমানে যারা চিকিৎসাধীন রয়েছেন তারা আগের চেয়ে অনেকটা ভালো। আক্রান্তদের মধ্যে অনেকে ঢাকা থেকে এসেছেন। কেউ কেউ আবার স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।
ডেঙ্গু থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে ঘরবাড়ি ও আশপাশ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন ডা. মো. হুসাইন সাফায়াত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *