বাগেরহাটে দি হাঙ্গার প্রজেক্টের লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত

বাংলাদেশ

শেখ রাসেল,বাগেরহাট জেলা প্রতিনিধি: দি হাঙ্গার প্রজেক্ট-এর ব্রেভ প্রকল্পের উদ্যোগে সম্প্রীতির বাগেরহাট জেলা গড়ে তোলার প্রত্যয় নিয়ে ইয়ুথ, মেন্টর, জেলা সহিংস উগ্রপন্থা নিরসন কমিটি, ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের নিয়ে লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত দিনব্যাপি এই কর্মসূচিটিতে তিন উপজেলার ১৩০ স্টোকহোল্ডার অংশগ্রহণ করেন। দি হাঙ্গার প্রজেক্ট-এর ব্রেভ প্রকল্পের সহিংস উগ্রপন্থা প্রতিরোধ কমিটির সভাপতি এস কে এ হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা অঞ্চলের সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতা, ইয়ুথ, মেন্টরবৃন্দ । সভায় বক্তারা একটি সম্প্রীতির জেলা গড়ে তোলার লক্ষ্যে আন্ত:ধর্মীয় সম্পর্কের প্রতি গুরুত্ব আরোপ করে তাদের উদ্যোগগুলো তুলে ধরেন। গত দুই বছরে সামাজিক সম্প্রীতি সৃষ্টির লক্ষে তাদের কাজের চ্যালেঞ্জ এবং শিক্ষাগুলো সকলের সাথে শেয়ার করার জন্য মূলত উক্ত অনষ্ঠানের আযোজন করা হয়। সভার অংশগ্রহনকারী সকলের মতামত অনুযয়ী কিছু সুপারিশমালা তৈরি করা হয়। অংশগ্রহণকারী সকলের ভাষ্যমতে, সকল ধর্মই মানবতার কথা বলে, মানুষের প্রতি ভালোবাসার কথা বলে। ধর্ম কখনও মানুষের প্রতি অক্রমনাত্বক অচরণ করার কথা বলে না বরং ধর্মীয় অনুভুতি সম্পন্ন মানুষ সকল সময় সকল ধর্মের মানুষের প্রতি সহনশীল হয়। এই ধারণাকে প্রতিষ্ঠিত করতে সকল স্টেকহোল্ডার একযোগে কাজ করে যাচ্ছেন। তারা মনে করেন, সকল ধর্মের মূল বিষয় হচ্ছে শান্তি ও সম্প্রীতি, কোনো ধর্মই সংঘাতের কথা বলে না। আমরা যে ধর্মেরই অনুসারি হইনা কেন পরষ্পরের প্রতি পারষ্পরিক শ্রদ্ধাবোধ ধরে রাখতে পারলে আমরা একটি মর্যাদাপূর্ণ মানবিক সমাজ গড়তে পারবো। অনুষ্ঠান শেষে অর্জিত শিক্ষাগুলো কাজে লাগিয়ে সকলে মিলে একটি সম্প্রীতির বাগেরহাট জেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *