বাঘাইছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পূনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহরিয়ার ও জগৎ দাশ

জাতীয়

মো আরিফুল ইসলাম সিকদার:

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের উদ্যোগে শনিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জগৎ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টরাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম। সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী।

এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগের উপ- দপ্তর সম্পাদক আবদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষ কেতু চাকমা, সহ-সভাপতি মোঃ আলী হোসেন, সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, বাঘাইছড়ি পৌরসভা মেয়র মো. জমির হোসেন, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, বিপুল ত্রিপুরা,জেলা যুবলীগের সহ-সভাপতি মো. শফিউল আজম, আশীষ কুমার চাকমা নব, মোঃ আবু তৈয়ব, যুগ্ম সম্পাদক সুজন বড়ুয়া প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল।

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমতলের ন্যায় সর্বক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

দেশের এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়াসহ প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

সম্মেলনের আগে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *