বাজার মূলধন কমেছে ৮ হাজার ৩০৮ কোটি টাকা

জাতীয়

দেশের শেয়ারবাজারে আরও একটি সপ্তাহ কেটেছে নেতিবাচক ধারায়। আলোচ্য সময়ে সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে। এ সময় বাজার মূলধন কমেছে ৮ হাজার ৩০৮ কোটি ১৬ লাখ টাকা।
শনিবার (২২ অক্টোবর) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

গেলো সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি ৫৮ লাখ ৭ হাজার টাকা। সপ্তাহের শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৯ হাজার ৯০৭ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৩২ কোটি ৪০ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৪ হাজার ৮৩২ কোটি ৪৮ লাখ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫০ হাজার ৫৫৬ কোটি ৭১ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ২৭৫ কোটি ৭৬ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ৮ হাজার ৩০৮ কোটি ১৬ লাখ টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে ৫ হাজার ৮০১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে বেড়েছে ৯৬৮ কোটি ৩২ লাখ ২৫ হাজার টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৯২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৪০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে ২ হাজার ২৭৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৪১টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির শেয়ার ও ইউনিটের দর।

অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে ১৭২ কোটি ৪৯ লাখ ১৩ হাজার টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৩ কোটি ১৭ লাখ ৯৯ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৯৯ কোটি ৩১ লাখ ১৪ হাজার টাকা।
সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮০০ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৮৫ পয়েন্ট কমে ১১ হাজার ২৬৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৬২ পয়েন্ট কমে ১৩ হাজার ৩১৭ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮০০ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৮৫ পয়েন্ট কমে ১১ হাজার ২৬৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৬২ পয়েন্ট কমে ১৩ হাজার ৩১৭ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৩৮টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩১টি শেয়ার ও ইউনিট দর।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *