বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ক্রয়কৃত সম্পত্ত্ব ভোগ দখল করে ধান রোপন ও কাঠাল কেটে নেয়ার অভিযোগে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামের ইদ্রিস সিকদার মিজানের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে বানারীপাড়া থানায় জবেদ আলীর সন্তান খলিল শেখ, উমার শেখ, শাহ আলম শেখ, হাবিল শেখের সন্তান জাকির শেখ, কবির শেখ, মিরন শেখ, নুর শেখ, জহির শেখ, পারভিন, ময়না বেগম, শিল্পি, হাবিল শেখের স্ত্রী আঙ্গুরা বেগম, নুর হোসেনের সন্তান মনির হোসেন, শাহিনুর, কহিনুর, স্ত্রী মাকসুদা বেগম, নুরু মিস্ত্রি ও জহিরকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে জানা যায় বিরোধপুর্ন সম্পত্ত্বি নিয়ে বাদী বিবাদীর মধ্যে দীঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। বিবাদীরা ঐ সম্পত্তি জোড়পূর্বক ভোগ দখল করে আসছে এবং বাদীপক্ষকে মারধর করার হুমকিসহ অশ্লীল ভাষায় গালিগালাস করে। নিজের ক্রয়কৃত সম্পত্ত্বি ভোগদখলের জন্য ইদ্রিস সিকদার মিজানের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে মোকাম বরিশাল বানারীপাড়া জজ আদালতে ২৩/২০২৪ মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমা দায়েরের পর ও বিবাদীরা জোড়পূর্বক ঐ তফসিল ভুক্ত সম্পত্ত্বি ভোগ দখল করলে বাদী ঐ সম্পত্ত্বির উপর নিষেধাজ্ঞা চাইলে আদালত ২৩/২০২৪ মোকদ্দমা নিস্পত্ত্বি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে এবং বিবাদীদের জবাব দেয়ার জন্য দিন ধার্য্য রাখে। সে মতে বানারীপাড়া থানা পুলিশ আদালত থেকে নোটিশ প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে গিয়ে নিষেধাজ্ঞার কথা স্মরন করিয়ে উভয় পক্ষকে শান্ত থাকতে আজ্ঞা দেন।
শেয়ার করুন