জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি;
বাংলাদেশের প্রান কৃষক ও নতুন উদ্যোক্তাদের আর্থিক স্বাবলম্বী করতে কৃষি ব্যাংক সর্বোচ্চ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও রাখবে ডিজিএম আব্দুল কাদের’র এমন বক্তব্যের মধ্যদিয়েই অনুষ্ঠিত হয়
“গ্রাহকের সেবা উন্নয়ন মাস” শীর্ষক মতবিনিময় সভা। বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা শাখার উদ্যোগে রোববার বানারীপাড়া শাখার ব্যবস্থাপক( এস পি ও) মোহাম্মদ আখতারুজ্জামান’র সভাপতিত্বে ” প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (ডিজিএম) মোঃ আব্দুল কাদের। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের মূখ্য কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার, বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল অঞ্চল। উপস্থিত গ্রাহক ও আগত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে উপকৃত গ্রাহক এবং কৃষি খাতে সফল উদ্যোক্তা মো: নুরুল ইসলাম, মো:রকিবুল ইসলাম,নূরুল আলমসহ অনেকে। এদিকে বাংলাদেশ কৃষি ব্যাংকের কাছে গ্রাহকদের প্রত্যাশা বিগত দিনে যেভাবে কৃষকদের দুর্দিনে ব্যাংকটি আর্থিক ঋণ সহায়তা দিয়ে সহজ শর্তে এগিয়ে এসেছে, সেভাবে আর্থিক সেবা প্রদান করলে বাংলাদেশ থেকে দারিদ্র্যতা সম্পূর্ণ রূপে দূরীকরণ সম্ভব হবে। ঋণগ্রহীতারা বলেন ঋণ প্রদানের ক্ষেত্রে সুদের হার কিছুটা কমালে আমরা উপকৃত হব। ব্যাংকটির উপজেলা শাখার ব্যবস্থাপক(এসপিও) আখতারুজ্জামান বক্তৃতায় বলেন,বাংলাদেশ কৃষি ব্যাংক গ্রামীণ মহাজনদের লাঞ্চনার শিকার থেকে কৃষকদের বাঁচানোর ব্রত নিয়ে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ১০৩৮টি অনলাইন শাখা নিয়ে বাংলাদেশে সর্বত্র বিস্তৃত এবং ব্যাংকটির আর্থিক সেবা মূলক কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ কৃষি ব্যাংক আঞ্চলিক ব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল কাদের এর উপস্থিতিতে বানারীপাড়া শাখায় গ্রাহকদের মধ্যে বেশকিছু লোন পাশ করেন ব্যাংকটির কর্মকর্তারা। দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় কৃষকদের আর্থিক ঋণ সহায়তা দিচ্ছে এবং আগামীতেও দেবে বাংলাদেশ কৃষি ব্যাংক।