বানারীপাড়া প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়ায় নিজের জমিতে টিনের বেড়া দিতে গিয়ে বিভিন্নভাবে হয়রানীর স্বিকার হতে হচ্ছে জমির মালিককে। উপজেলার পৌরশহরের ৫ নং ওয়ার্ডের আইয়ুব আলীর মেয়ে শারমিন সুলতানা লাকি প্রতিপক্ষের বাধার মুখে পড়ে এবং প্রতিপক্ষরা বেড়া ভেঙ্গে ফেলে । গতকাল ১৩ মে রবিবার সকালে পৌরসভার ৫ নং ওয়ার্ডের আইয়ুব আলীর মেয়ে শারমিন সুলতানা লাকি নিজের ভোগ দখলীয় পুকুরের পাশে টিনের বেড়া দিতে গেলে প্রতিপক্ষ সোহরাব হোসেনের স্ত্রী রাজনের মা সাজেদ বেগম বাধা দেয়। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হুলুস্থুলের এ ঘটনায় সাজেদা বেগম আঘাত প্রাপ্ত হয়। এ বিষয়ে শারমিন সুলতানা লিপি বলেন আমরা দু পক্ষ সরেজমিন তদন্ত করে সঠিক ভাগে জায়গা বন্টন ও সমস্যা সমাধানের জন্য শালিসগনদের কাছে অচল নামায় স্বাক্ষর দেই। শালিসগন রায় দিয়ে রোয়েদাত করে দিলে আমরা আমাদের জমিতে বেড়া দিতে যাই। এক পর্যায়ে সোহরাব হোসেনের স্ত্রী রাজনের মা সাজেদ বেগম বেড়া দিতে বাধা দেয় এবং তাদের জমি দাবী করে আমাদের সাথে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। পরবর্তীতে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের উভয় পক্ষদের শান্ত থাকার জন্য বলে। সোহরাব হোসেনের স্ত্রী সাজেদ বেগম বলেন আমরা ৮ বছর যাবৎ ঐ পুকুর ভোগ দখলে রয়েছি। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে লাকি জানান তারা পূর্ব থেকেই ওই পুকুর ভোগ করে আছেন এবং শালিশগনদের রায়ে ও সম্পত্ত্বি তাদের।