জাকির হোসেন, বানারীপাড়া//
বরিশালের বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে চাচার হাতুরীর আঘাতে ভাতিজা আহত হবার ঘটনায় বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমরেরপারের ১ নং ওয়ার্ডের আব্দুল লতিফের ছেলেদের সাথে তার চাচা সিপার হাওলাদার গংদের চারা গাছ বিক্রয় কেন্দ্র করে বিগত দিনে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে ২০ জানুয়ারি দুপুরে আব্দুল লতিফের দুই ছেলে রানা ও অপু উমরের পাড়ের তার চাচা সিপার হাওলাদার এর বাড়ির সামনে দিয়ে যাবার পথে তাদের গতিরোধ করে এবং চাচা সিপার হাং, ছেলে আবু সাইদ, সাকিব, ভাই দুলাল পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায়। এ সময় বিবাদীরা লাঠি, সোটা রড দিয়ে এলোপাথারী আঘাত করে। চাচা সিফাত হাওলাদারের হাতে থাকা হাতুড়ি দিয়ে ভাতিজা রানার মাথায় আঘাত করলে রানা গুরুতর আহত হয় এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়ে অজ্ঞান হয়ে যায়। সাথে থাকা অপুর উপরও হামলা চালায় বিবাধীরা। এ সময় অপুর ডাক চিৎকারে লোকজন জড়ো হলে বিবাদীরা খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থাল ত্যাগ করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষী গনের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। সে সময় আহত রানার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়। রানার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে রানা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
শেয়ার করুন