বানারীপাড়ায় বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিকরি শিক্ষা শীতকালীন খেলাধুলা অনুষ্ঠিত

জাতীয়

জাকির হোসেন,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিকরি শিক্ষার ৫২ তম শীতকালীন খেলাধুলার প্রতিযোগীতামূলক অনুষ্ঠিত হয়েছে। দুই দিন ব্যাপী বানারীপাড়া উপজেলার সকল মাধ্যমিক স্কুল মাদ্রাসা ও কারিকরি শিক্ষার আওতাধীন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়ের মাঠে ৯০ টি ইভেন্টে এ শীতকালীন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। দুই দিন অনুষ্ঠানের শেষ দিন রবিবার পুরস্কার বিতরনের মধ্য দিয়ে ২০২৪ সালের শীতকালীন প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। বানারীপাড়া উপজেলায় ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিকরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার। গাভা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ক্রীড়া প্রেমিক কে এম শফিকুল ইসলাম জুয়েলের পরিচালনা ও উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বানারীপাড়া থানা ইনচার্জ মাইনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর, বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত বাবু, সৈয়দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাহমুদ, বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল ইসলাম, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এম এম লতিফ বহুমুখী ফাজিল মাত্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান,বাইশারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত, উপজেলা ডাটা ইন্টার অপারেটর খন্দকার জাফর হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *