বানারীপাড়ায় বৈষম্য দূরীকরণ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের দাবিতে মানববন্দন

জাতীয়

জাকির হোসেন, বানারীপাড়া ( বরিশাল) প্রতিনিধি //

বরিশালের বানারীপাড়ায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে সকল প্রতিষ্ঠানের প্রধানরা এ মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন সৈয়দকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, বাইশারী ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, আব্দুল লতিফ সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুদুল হাসান, বাইশারী বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

জাকির হোসেন
বানারীপাড়া প্রতিনিধি
তাং ২৪-০৯-২৪ইং

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *