বানারীপাড়ায় শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

জাতীয়

জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:

শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বরিশালের বানারীপাড়ার
ফায়ার সার্ভিস সংলগ্ন শক্তি ফাউন্ডেশনের বানারীপাড়া শাখা কার্যালয়ে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায়দের মাঝে চলমান খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমের দ্বিতীয় দিন অর্থাৎ ৩১ মে শুক্রবার সকালে অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। গত ৩০ মে বৃহস্পতিবার ও ৩১ মে শুক্রবার পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা, ঝালকাঠি, বাগেরহাট ও বানারীপাড়া উপজেলাসহ দশটি শাখায় প্রায় ২ হাজার ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল ডাল, আলু, চিড়া, স্যালাইন, বিস্কুট, পানি বিশুদ্ধ করনের ট্যাবলেট বিতরন করা হয়। ” এসময় সেখানে উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের ফরিদপুর জোনের জোনাল হেড জহির উদ্দিন, বরিশাল রিজিওনাল হেড এস এম শরিফুল হাসান, এরিয়া সুপার ভাইজার রুহুল আমিন, বানারীপাড়ার শাখা ব্যাবস্থাপক সাইদুল ইসলাম সহ অন্যান্য কর্মীবৃন্দ। শক্তি ফাউন্ডেশনের প্রধান কার্যালয় থেকে একটি টিম ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকায় এসে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের মাঝে ত্রান বিতরনে ও সার্বক্ষনিক খোজ খবরে সহযোগীতা করছেন। ত্রান বিতরন কাজে সহযোগীতা করেন অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। উল্লেখ্য যে শক্তি ফাউন্ডেশন ৫৫ টি জেলার ৫৩০ শাখায় নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *