জাকির হোসেন বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি //
বরিশালের বানারীপাড়ায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরনে শহীদ বেদিতে শ্রদ্দ্বা নিবেদন করা হয়। সকাল ৮ ঘটিকায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলার গাভার বদ্দ্বভূমির শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্দ্বা জানানো হয়। পরে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্ত্বরে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেনের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানা ইনচার্জ মোঃ মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: ফখরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: খলিলুর রহমান চোকদার, পৌর নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, সাংবাদিক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাইদুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন,ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন প্রমুখ। বাংলার স্বাধীনতা রক্ষার্থে যারা জীবন বাজি রেখেছে, তাদেরকে শ্রদ্ধাভালে স্মরণ করা হয় আজকের এই বুদ্ধিজীবী দিবসে।স্বাধীনতা আলাদিনের আশ্চর্য্য প্রদীপ নয়, রূপকথা কিংবা গল্পগাঁথাও নয়,স্বাধীনতা মানে শোষণ-তোষন আর পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন-সার্বভৌম ভূখন্ড। আর সেই স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে নাম জানা অজানা কত মানুষ যে প্রান উৎসর্গ করেছেন তার ইয়ত্তা নেই। তাইতো স্বাধীনতার ৪৮ বছর পরেও দেশের বিভিন্ন স্থানে পাক হানাদারদের বর্বরতার শিকার নিহতদের গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে। বানারীপাড়ায় রয়েছে দু’টি বধ্য ভূমি। একটি বানারীপাড়ার সদর ইউনিয়নের সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিন গাভা-নরেরকাঠী ও অপরটি সৈয়দকাঠী ইউনিয়নের তালাপ্রাসাদ গ্রামে। এ দু’টি গণ কবরে রাজাকারদের সহায়তায় পাক বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত ৯৮ জন শিশু, নারী ও পুরুষের লাশ মাটি চাপা দেয়া হয়। যার মধ্যে বধ্য ভূমি অনুসন্ধানে নিয়োজিতরা ৬১ জনের নাম পরিচয় সনাক্ত করতে পেরেছেন। বাকিদের নাম ঠিকানা সংগ্রহে অনুসন্ধান চলছে।
শেয়ার করুন