বানারীপাড়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ডিগ্রি কলেজে ফ্রী ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত

জাতীয়

জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় ফ্রী রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়া ব্লাড ব্যাংকের উদ্যোগে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বানারীপাড়া ডিগ্রি কলেজে সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিতব্য এ ব্লাড ক্যাম্পিং এ কলেজের শিক্ষার্থীরা স্ব ইচ্ছায় রক্ত দান করেন। সকাল ১০ টায় সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তা চৌধুরী ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সংগঠনের উপদেষ্টা মোঃ মনিরুল ইসলাম খান’র সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ফ্রি ব্লাড ক্যাম্পিং এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও পরিচালক মাইদুল ইসলাম রনি, উপদেষ্টা মোঃ সজল চৌধুরী,ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সুমন হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিফাত, সমাজ সেবক বিষয়ক সম্পাদক মোঃ শাওন হাওলাদার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ জুবায়ের আহমেদ নিরব, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মুমিনুল। এছাড়াও এছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া ব্রাড ব্যাংকের সাধারন সদস্য নাজনিন আক্তার, হাসিবুল ইসলাম যুব, মোঃ বাবুল, মোঃ অলি প্রমুখ। বানারীপাড়ার লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’র অভিজ্ঞ প্যাথলজিস্ট মিরাজ আহমেদ’র নিখুত দায়ত্বশীলতার মধ্য দিয়ে কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে এ ক্যাম্পিং এ অংশগ্রহন করেন। এ সময় সংগঠনের উপদেষ্টা জিয়াউর রহমান অনুষ্ঠানে যোগদান করতে না পারলেও মুঠোফোনে খোজ খবর নেন। অনুষ্ঠানে সবাইকে ব্লাড গ্রুপিং এর পাশাপাশি সবাইকে রক্ত দানের জন্য আহবান করা হয়েছে। তারা শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাসে গিয়ে সবাইকে রক্ত দানে উৎসাহ প্রদান এবং সামাজিক কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন। সংগঠনের উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে সবাই সচেতন হলে রক্তের অভাবে বানারীপাড়ার ১জন মানুষও ক্ষতিগ্রস্ত হবে না। মানবিক ও সামাজিক যেকোনো ভালো কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানায়। ব্লাড ব্যাংকের সদস্যরা
পরবর্তীতে চাখার কলেজ এবং বাইশারী কলেজেও এই ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *