হবিগন্জ প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পিটাবাড়ি হাওরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলা সদরের উত্তর-পূর্ব ইউনিয়নের অন্তর্গত মজলিশপুর গ্রামের হাবিব উল্লাহর ছেলে আব্দুল করিম (৬৫) ও তাজ উল্লাহর ছেলে নূর উদ্দিন (৩০)। তারা পেশায় কৃষক।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা মলয় কুমার দাশ জানান, শনিবার সকালে পিটাবাড়ি হাওড়ে কৃষি জমিতে কাজ করতে যান তারা। এ সময় বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, বানিয়াচং হচ্ছে হাওরবেষ্টিত বড় একটি উপজেলা। বজ্রপাতে তারা দুইজন মারা যান।
শেয়ার করুন