মোঃ সরওয়ার হোসেন, গোলাপগঞ্জ প্রতিনিধি ::
সাপ্তাহিক দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইসলামপুর শাখায় বাবার মাগফিরাত কামনায়
২৮জানুয়ারী (শনিবার) দুপুর ২ ঘটিকায় অত্র শাখার শিক্ষক ও দায়িত্বশীলদের উপস্থিতিতে মাইক সেট প্রদান করেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী (লন্ডন প্রবাসী) মোঃ খসরু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইসলামপুর শাখার সভাপতি শরফ উদ্দীন, প্রধানক্বারী ক্বারী মাওলানা সাহাব উদ্দীন,শিক্ষক হাফিজ ক্বারী সাহেদ আহমদ, মোঃ সরওয়ার হোসেন।
অত্র শাখায় মাইক সেট প্রদান করে বাবার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়ার দরখাস্ত রাখেন।
শেয়ার করুন